শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২৫ শেরপুরের শ্রীবরদী সীমান্তে গারো পাহাড়ের জীববৈচিত্র্য, পরিবেশ, ফসলি জমি, পাহাড়, রাস্তাঘাট ধ্বংস করে খরস্রোতা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও বালু উত্তোলনে জড়িতদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। ৭ এপ্রিল সোমবার দুপুরে ছাত্র-জনতার উদ্যোগে শ্রীবরদী চৌরাস্তায় ওই বিক্ষোভ মিছিল করা হয়। পরে মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে চৌরাস্তায় অবস্থান কর্মসূচি পালন করেন ছাত্রজনতা। ওইসময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকৃতি ও পরিবেশ কর্মী ব্যারিস্টার শাহাদাত হোসেন জিকু , শিক্ষার্থী ও পরিবেশকর্মী সুলতান মাহমুদ সুমন, শিক্ষার্থী আরিফ প্রমুখ। বক্তারা বলেন, শ্রীবরদী উপজেলায় সরকার নির্ধারিত কোন বালু মহল না থাকার পরও গারো পাহাড় এলাকার চান্দাপাড়া, মাটি ফাটা, বাবেলাকোনা ও হারিয়াকোনা গ্রাম দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী ঢেউপা এবং খাড়ামোড়া, হালুহাটি, রাঙাজান, বালিজুরি গ্রাম দিয়ে বয়ে যাওয়া সোমেশ্বরীর বিভিন্ন অংশে দিনে ও রাতে প্রকাশ্য ডেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু লুটপাট অব্যাহত রয়েছে। প্রশাসনকে লিখিত অভিযোগ ও স্মারকলিপি প্রদান করা হলেও অদৃশ্য কারণে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর কোন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। হুমকির মুখে রয়েছে চান্দাপাড়া ব্রিজ, রাঙাজান মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বালিজুরী ঈদগা মাঠ, নদীর দু পাশে বসবাসরত শত শত ঘরবাড়ি, ফসলি জমি, পাহাড়ি ছোট বড় সড়ক। স্থানীয় বিজিবি ক্যাম্পের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন বক্তারা। বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ ও অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তির দাবি জানান। Related posts:নকলায় ভূমি গৃহহীন আরও ৪২ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহারের ঘরব্রহ্মপুত্র নদের ব্রিজের নিচে মিললো শিশুর লাশ, নিখোঁজ আরও ১ শিশুনালিতাবাড়ীতে ৯৫ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ১ Post Views: ১০০ SHARES শেরপুর বিষয়: