শ্রীবরদীতে অশ্লীল মেসেজ দিয়ে উত্তপ্ত করার অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২২, ২০২৫ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া এলাকার এক কলেজ শিক্ষার্থীকে ফোনে ইভটিজিং ও মোবাইলে অশ্লীল মেসেজ দিয়ে উত্তপ্ত করার অভিযোগে রবিন মিয়া (২২) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (২১ এপ্রিল) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক এই দণ্ডাদেশ প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্ত যুবক উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মেঘাদল গ্রামের নুরা আলম মিয়ার ছেলে। জানা গেছে, উপজেলার কর্ণঝুড়া এলাকার ঐ শিক্ষার্থী ময়মনসিংহের একটি কলেজে লেখাপড়া করে। দীর্ঘদিন থেকে রবিন মিয়া মোবাইল ফোনো ওই মেয়েকে উত্তপ্ত ও অশ্লীল মেসেজ দিয়ে ইভটিজিং করে আসছিলো। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে রবিনকে একাধিবার নিষেধ করা সত্বেও রবিন তা আমলে নিচ্ছিলোনা। ফলশ্রুতিতে সোমবার বিকেলে ওই ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রমাণের ভিত্তিতে শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুল হক এই দণ্ডাদেশ প্রদান করেন। শ্রীবরদী উপজেলা পরিষদের (সিএ) মো. কামারুজ্জামান আবু ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার সন্ধ্যায় জানান,দণ্ডপ্রাপ্ত যুবক রবিনকে শ্রীবরর্দী থানা পুলিশের মাধ্যমে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে স্কুল শিক্ষার্থীদের দিয়ে ইট ভাঙ্গালেন প্রধান শিক্ষকঝিনাইগাতীতে নিষেধাজ্ঞা অমান্য করায় ৭ ব্যবসায়ীকে জরিমানাশেরপুরে ট্রাফিক সপ্তাহের উদ্বোধন করলেন পুলিশ সুপার Post Views: ১৩৩ SHARES শেরপুর বিষয়: