চাকরি ছাড়লেন পুলিশের ৫ এএসপি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ণ, মে ২১, ২০২৫ ৪১তম বিসিএস পুলিশ ক্যাডারের পাঁচ কর্মকর্তা চাকরি ছেড়েছেন। মঙ্গলবার (২০ মে) প্রকাশিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তবে প্রজ্ঞাপনে পাঁচ কর্মকর্তার চাকরি ছাড়ার কোনো কারণ জানানো হয়নি। প্রজ্ঞাপনে বলা হয়, ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের আবেদনের পরিপ্রেক্ষিতে চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হলো। সহকারী পুলিশ সুপারের পদ ছেড়ে দেওয়া পাঁচ কর্মকর্তার মধ্যে রয়েছেন রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন, মো. মাসুদ রানা ও কৌশিক ভদ্র। চলতি বছরের ১৪ জানুয়ারি চাকরি থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন এই কর্মকর্তারা। সূত্র বলছে, পুলিশ ক্যাডারে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা পুলিশে চাকরি করতে চান না। তারা সরকারের অন্য একাধিক বিভাগে চাকরির সুযোগ পেয়েছেন। এ কারণে তারা পুলিশের চাকরি থেকে অব্যাহতি চেয়েছিলেন। Related posts:যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েনআমাদের কাজই হচ্ছে জনগণকে সেবা দেয়া : প্রধানমন্ত্রীমার্কিন সেনাবাহিনীর আমন্ত্রণে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ Post Views: ৬৯ SHARES জাতীয় বিষয়: