টাঙ্গাইলে আ.লীগ নেতাকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, মে ৩, ২০২৫ টাঙ্গাইলের ধনবাড়ীতে স্থানীয় আওয়ামী লীগের এক নেতাকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার ধোপাখালি ইউনিয়ন বাজারে তাঁর ওপর হামলা চালানো হয় বলে তাঁর স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান। নিহত মিজানুর রহমান (৪৫) সান্ডালপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে। তিনি ধোপাখালি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি সবজির পাইকারি ব্যবসা করতেন। মিজানুরের চাচা মহির উদ্দিনসহ স্থানীয় বাসিন্দারা জানান, মিজানুর ভাইঘাট বাসস্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে একটি দোকানের সামনে বসেছিলেন। সেখান থেকে তাঁকে ডেকে মসজিদের কাছের একটি গলিতে নিয়ে পিটিয়ে আহত করে পালিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। আশপাশের লোকজন পরে মিজানুরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, ময়নাতদন্ত শেষে লাশ পাওয়ার পর স্বজনেরা এ বিষয়ে থানায় অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনি প্রক্রিয়া নেওয়া হবে। Related posts:শেরপুরে নকলা ফাউন্ডেশনের আয়োজনে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাবাসে ডাকাতির সময় ধর্ষণের ঘটনা ঘটেনি : টাঙ্গাইলের পুলিশ সুপারদেওয়ানগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার Post Views: ১১২ SHARES সারা বাংলা বিষয়: