ট্রাম্পের সঙ্গে ৩০০ বিলিয়ন ডলারের চুক্তি সৌদির অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫ যুক্তরাষ্ট্রের সঙ্গে মোট ৩০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মধ্যে হয়েছে এই চুক্তিস্বাক্ষর। ‘ইউএস-গালফ সামিট’ সম্মেলনে অংশ নিতে গত ১৩ মে সৌদি আরবে পৌঁছান ট্রাম্প। খবর আনাদোলু এজেন্সির। সেখানে সম্মেলন শেষে মোহাম্মদ বিন সালমান ও সৌদি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকশেষে গতকাল জ্বালানি, প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে বিনিয়োগ ও বাণিজ্য সংক্রান্ত বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাম্প ও সৌদি ক্রাউন প্রিন্স। এসব চুক্তির সম্মিলিত আর্থিক মূল্য ৩০ হাজার কোটি ডলার। সোমবার এক বিবৃতিতে মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি-যুক্তরাষ্ট্র বাণিজ্যিক সম্পর্কের বয়স ৯২ বছর। ২০১৩ সাল থেকে ২০২৪ সাল— ১১ বছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য পৌঁছেছে ৫০ হাজার কোটি ডলারে। ইতোমধ্যে আমরা আরো ৩০ হাজার কোটি ডলারের বাণিজ্যচুক্তি স্বাক্ষর করেছি এবং আমাদের লক্ষ্য দুই দেশের বাণিজ্যকে ৬০ হাজার কোটি ডলারে উন্নীত করা। পৃথক এক বিবৃতিকে সৌদির বিনিয়োগমন্ত্রী বলেন, আগামী চার বছরের মধ্যে সৌদি-যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বাণিজ্যকে ৬০ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রসঙ্গত, সৌদির ক্রাউন প্রিন্সের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের। ২০১৭ সালে যখন প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছিলেন তিনি, সে সময় নিজের প্রথম বৈদেশিক সফরের জন্য সৌদিকে বেছে নিয়েছিলেন তিনি। ২০২৪ সালের নির্বচনে জয়ের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হয়েছেন ট্রাম্প। এবার সৌদি সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে নিজের সফর শুরু করলেন তিনি। Related posts:রোহিঙ্গা হত্যা বন্ধে আন্তর্জাতিক আদালতের আদেশবিদেশি ভিডিও দেখলে ১৫ বছরের জেল, বড় চালানে মৃত্যুদণ্ড!নেপালে প্লেন বিধ্বস্ত: এখন পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার Post Views: ৬৩ SHARES আন্তর্জাতিক বিষয়: