ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:১৪ পূর্বাহ্ণ, মে ১৫, ২০২৫ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার সীমান্তে মো. আজিজুর রহমান নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৪ মে) দুপুর দেড়টার দিকে রানীশংকৈল উপজেলার ধর্মগড় বিওপির দায়িত্বাধীন এলাকার সীমান্ত পিলার ৩৭৩/১-এস-এর বিপরীতে ভারতের অভ্যন্তরে ভারতের ১৮৪ আমবাড়ী বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাকে আটক করে। আটক আজিজুর রহমান উপজেলার শাহানাবাদ গ্রামের মরতুজা মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজীর আহম্মদ। তিনি সন্ধ্যা ৮টার দিকে ঢাকা মেইলকে বলেন, “দুপুর দেড়টার দিকে চারজন বাংলাদেশি নাগরিক নাগর নদী পার হয়ে ভারতের প্রায় ৪০০ মিটার অভ্যন্তরে প্রবেশ করেন। বিএসএফ তাদের ফিরে যেতে বললে তারা না ফিরে একপর্যায়ে এক বিএসএফ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারেন, এতে ওই সদস্যের হাতের একটি আঙুল কেটে যায়। এরপর বিএসএফ সদস্যরা একজনকে আটক করতে সক্ষম হন, বাকি তিনজন পালিয়ে আসেন।” তিনি আরও বলেন, ‘তারা ঘাস কাটতে গিয়েছিল নাকি ফেনসিডিল আনতে গিয়েছিল, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিএসএফের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে এবং আটক বাংলাদেশিকে ফেরত আনার চেষ্টা অব্যাহত রয়েছে।’ Related posts:ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহতবকশিগঞ্জে ফাঁসিতে ঝুলে যুবকের আত্মহত্যামানিকগঞ্জে র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি, ডাকাত নিহত Post Views: ৫৫ SHARES সারা বাংলা বিষয়: