নকলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মে ২, ২০২৫ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শেরপুরের নকলা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে) বিকেলে নকলা উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নবী হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা শাখার সেক্রেটারি নাজমুল হুদার সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মুফতি খাদিমুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের মিডিয়া ও প্রচার সম্পাদক রেজাউল হাসান সাফিত, পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইমাদ সোহেল, সেক্রেটারি সোহাগ মিয়া, মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ। বক্তারা তাদের আলোচনায় আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য, শ্রমজীবী মানুষের অধিকার, ন্যায্য মজুরি এবং ইসলামী শ্রমনীতির গুরুত্ব তুলে ধরেন। আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে দেশ ও শ্রমজীবী মানুষের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। Related posts:শেরপুরে পুলিশ সদস্যদের ‘দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স’র উদ্বোধনঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৬তম সাধারণ সভানীলফামারীর পুলিশ সুপার হলেন শেরপুরের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান Post Views: ৯২ SHARES শেরপুর বিষয়: