নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, মে ২, ২০২৫ শেরপুরের নালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে গোলাম মস্তুফা (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ১ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার পাঁচগাঁও উত্তরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত গোলাম মস্তুফা ওই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। এদিকে এ ঘটনায় আহত হয়েছেন আফিজুল হক নামে আরও এক কৃষক। নিহতের পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোলাম মস্তুফা ও আফিজুল হক নামে দুই কৃষক তাদের ক্ষেতে বোরো ধান কাটতে যান। পরে দুপুরে বৃষ্টি শুরু হলে আকস্মিক বজ্রপাতে দু’জনই আহত হন। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক গোলাম মস্তুফাকে মৃত ঘোষণা করেন। তবে আফিজুল বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে। Related posts:নকলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপনশেরপুরে 'কানেক্ট জাপান এডুকেশন' ট্রেনিং সেন্টারের উদ্বোধনশেরপুরে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Post Views: ৫৩ SHARES শেরপুর বিষয়: