নালিতাবাড়ীতে যুবলীগ কর্মী এনামুল গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, মে ১৭, ২০২৫ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা শহর থেকে এনামুল কবির নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৬ মে শুক্রবার সন্ধ্যায় শহরের টিএন্ডটি রোডস্থ তার নিজ বাসার সামনে থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারার ছোট ভাই। পুলিশ সূত্রে, গেল বছরের ৫ আগস্ট নালিতাবাড়ী পৌরসভাসহ শহরের বিভিন্ন স্থানে হামলা-লুটপাট-অগ্নিসংযোগের ঘটনায় একই বছরের ১৩ ডিসেম্বর নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামী এনামুল কবির। এছাড়াও একই সময়ে শহরের ঢাকা বাস স্টেশন এলাকায় ১৩টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় চলতি বছরের ১৩ মে নালিতাবাড়ী থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। এ মামলায়ও এনামুল এজাহারভুক্ত আসামী। এসব মামলায় এনামুলকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, এছাড়াও বিগত আওয়ামী লীগ আমলেও বিভিন্ন অভিযোগে এনামুলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। Related posts:পৌর এলাকার ৭৫০টি কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলো শ্রমিক নেতা আরিফনালিতাবাড়ীতে একুশে পাঠচক্রের আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিতনালিতাবাড়ীর সেই বিধবাপল্লীতে এবার ‘সৌরজায়া স্মৃতিসৌধ’ উদ্বোধন করলেন ডিসি মোমিনুর রশীদ Post Views: ৮৫ SHARES শেরপুর বিষয়: