পাকিস্তানে বজ্রবৃষ্টিতে ১৩ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৫ পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে শনিবার দিনভর ভারি বৃষ্টি ও বজ্রপাতে অন্তত ১৩ জন মারা গেছেন এবং আহত হয়েছেন আরও ৯২ জন। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) জানিয়েছে, নিহতদের মধ্যে লাহোরে ৩ জন, ঝিলমে ২ জন এবং রাওয়ালপিন্ডি, শেখুপুরা, নানকানা সাহিব, শিয়ালকোট, মিনওয়ালি, লায়্যা ও ঝাং-য়ে একজন করে মারা গেছেন। লাহোরে একাধিক দুর্ঘটনায় দেয়াল ধসে ও বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন ছয়জন। ঝিলমে দেয়াল ধস ও বজ্রপাতে দুইজন মারা গেছেন এবং সোলার প্যানেল ছিটকে পড়ায় ৩২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ২৬ জন পুরুষ ও ৬ জন নারী। রাওয়ালপিন্ডিতে বজ্রপাত ও দেয়াল ধসে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১১ জন, যার মধ্যে একটি শিশুও আছে। শেখুপুরায় একটি কারখানার ছাদ ধসে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। পিডিএমএ জানায়, ঝড়বৃষ্টিতে বহু কাঁচা ও জরাজীর্ণ ঘরবাড়ি ধসে পড়েছে। অনেকে অনিরাপদ স্থানে আশ্রয় নেওয়ায় হতাহতের সংখ্যা বেড়েছে। লাহোরে গাছ উপড়ে পড়েছে এবং বহু সোলার প্যানেল নষ্ট হয়েছে। দক্ষিণ পাঞ্জাবের অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রোববারও ঝড়বৃষ্টি চলতে পারে। পিডিএমএ সবাইকে সতর্ক থাকতে বলেছে। Related posts:কঙ্গোতে বিদ্রোহীদের বর্বরতা, নিহত ২৭২ বেসামরিকভয়াবহ ভূমিকম্প : তুরস্ক-সিরিয়ায় নিহতের সংখ্যা ৩০ হাজারের কাছাকাছিকরোনায় লকডাউনে সৌদি পুরুষদের দ্বিতীয় বিয়ে ফাঁস, বেড়েছে ডিভোর্স Post Views: ৮৩ SHARES আন্তর্জাতিক বিষয়: