মানবিক করিডর নিয়ে কোনও চুক্তি হয়নি: উপদেষ্টা খলিলুর রহমান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, মে ৪, ২০২৫ রাখাইনে মানবিক করিডরে চালুর বিষয়ে কোনও চুক্তি হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা খলিলুর রহমান। ৪ মে রবিবার রাজধানীতে রোহিঙ্গা প্রত্যাবাসন ও আঞ্চলিক নিরাপত্তাবিষয়ক এক সেমিনারে এ কথা বলেন তিনি। তিনি বলেছেন, রাখাইনে একটি মানবিক করির চালুর প্রস্তাবনা নিয়ে আলোচনা হচ্ছে। তবে এখনো এ বিষয়ে কোনও চুক্তি বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি। খলিলুর রহমান আরও বলেন, জাতিসংঘ এই করিডর পরিচালনা করবে, এর মাধ্যমে খাদ্য ও ত্রাণ সরবরাহ হবে- কোনওভাবেই অস্ত্র নয়। এই উদ্যোগ রাখাইনে নিরাপদ পরিস্থিতি তৈরিতে সহায়ক হবে। তিনি বলেন, রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ শুরু করেছে বাংলাদেশ। প্রতিবেশী যে-ই হোক, তাদের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখা দরকার। তিনি জানান, এখন আমাদের প্রতিবেশী আরাকান আর্মি, তাই ওয়ার্কিং লেভেলে তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছি। Related posts:এখনো সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে : কামাল আহমেদ১১ আগস্ট থেকে চলবে ট্রেনসময় শেষ, তফসিল পুনর্নির্ধারণের আর সুযোগ নেই : ইসি Post Views: ৯৩ SHARES জাতীয় বিষয়: