মৌলভীবাজারে পৃথক অভিযানে আ.লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, মে ১৫, ২০২৫ মৌলভীবাজারে পৃথক দুই অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী প্রশান্ত দাশ এবং আওয়ামী লীগ কর্মী মিন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৪ মে) রাতে শহরতলীর সুইসগেট (মনু ব্রিজ) এলাকা থেকে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের অভিযানে প্রশান্ত দাশকে গ্রেপ্তার করে। এদিকে মৌলভীবাজার ডিবি পুলিশ মৌলভীবাজার সদর উপজেলার চাদনীঘাট ইউনিয়নের হাসানপুর গ্রামে অভিযান চালায়। গভীররাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী চেরাগ মিয়ার ছেলে মিন্টু মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত প্রশান্ত ছাত্রলীগ এবং মিন্টু আওয়ামীলীগের শীর্ষ সন্ত্রাসী ছিল। তাদের বিরুদ্ধে স্থানীয় লোকজনের উপর বিভিন্ন সময় হামলার অভিযোগ রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির নেতা রুহুল আমীন বলেন, এই শীর্ষ সন্ত্রাসী প্রশান্ত গত বছরের ৪ আগস্ট মৌলভীবাজার শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দা দিয়ে শিক্ষার্থীদের আঘাত করে। এই ঘটনার ভিডিও চিত্র রয়েছে। এছাড়া মিন্টু মিয়া ছাত্র-জনতার ওপর হামলা করার ভিডিও চিত্র রয়েছে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। Related posts:শেরপুর জেলা যুব মহিলা লীগের আয়োজনে মহান বিজয় দিবস পালিতময়মনসিংহে র্যাবের সাথে জঙ্গিদের গুলিবিনিময়, অস্ত্রসহ ৪ জন আটকতালাক দেয়ায় স্ত্রীর আপত্তিকর ছবি ছড়িয়ে দিলেন স্বামী Post Views: ৬১ SHARES সারা বাংলা বিষয়: