শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, মে ২, ২০২৫ শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা বানু (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ১ মে বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত তারা বানু ওই গ্রামের কাজীমদ্দীর স্ত্রী ও দুই সন্তানের জননী। জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ির নলকূপে পানি নিতে যান তারা বানু। তবে নলকূপের সাথে বৈদ্যুতিক মর্টার থাকায় সেটি আগে থেকেই কোনো কারণে বিদ্যুতায়িত হয়ে ছিল। তারাবানু পানি নেওয়ার জন্য নলকূপে চাপ দিলে সাথে সাথেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন। পরে তার স্বামী তাকে মৃত অবস্থায় দেখতে পান। নিহতের ভাই দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। Related posts:নকলা থেকে প্রকাশ হতে যাওয়া উপজেলার প্রথম দৈনিক কলিকাল’র ওয়েবসাইট উন্মোচনশেরপুরে হামলায় বিএনপি নেতার মৃত্যুর পর প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগঝিনাইগাতীতে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে পছন্দের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রচারণায় এমপি শহিদুল Post Views: ৭১ SHARES শেরপুর বিষয়: