শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২৫ শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোছা. ফারজানা (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ২৫ মে রবিবার সকালে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডুবারচর পণ্ডিতপাড়া গ্রামে নিজ বাড়িতে ওই ঘটনা ঘটে। নিহত ফারজানা ওই গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী এবং ২ কন্যা সন্তানের জননী ছিলেন। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ও মৃতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার সকাল ৮টার দিকে গৃহবধূ ফারজানা বাড়ির পানির মোটরের সুইচ দিতে গেলে বিদ্যুৎ লাইনে ত্রুটির কারণে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। Related posts:ঝিনাইগাতীতে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন শিক্ষার্থী উম্মে সালমাশেরপুরে কোটা আন্দোলনে গুলিতে ও গাড়িচাপায় শিক্ষার্থী হত্যার ঘটনায় ২ মামলামা-বাবাকে হারিয়ে শেখ হাসিনার সাথে জনগণের কল্যাণে কাজ করতে নেমেছি ॥ মতিয়া চৌধুরী Post Views: ১২৫ SHARES শেরপুর বিষয়: