শেরপুরে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত আরো ১ জন গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মে ৩১, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের শেরপুরের নালিতাবাড়ীতে সফরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় হামলায় জড়িত আরো ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠায় পুলিশ। এর আগে রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাজমুল হক আন্ধারুপাড়া গ্রামের মৃত ইব্রাহিম খলিলের পুত্র। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িত আরো ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জানা যায়, গত সোমবার দুপুরে বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের উপস্থিতিতে স্থানীয়রা পর্যটন কেন্দ্র স্থাপনের দাবী জানিয়ে বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এর একটু পর বিক্ষুব্ধ কতিপয় এলাকাবাসী গণমাধ্যমকর্মীদের ওপর চড়াও হন এবং তাদের হেনস্তা ও মারধর করে। এতে ৬ সাংবাদিক আহত হন। পরে মঙ্গলবার রাতে হামলার ঘটনায় শেরপুরে কর্মরত এখন টিভির সাংবাদিক জাহিদুল খান সৌরভ বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। Related posts:ঝিনাইগাতীতে সেচের অভাবে দীর্ঘদিন যাবত অনাবাদি দুই শতাধিক একর বোরো জমিশেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপনে প্রস্তুতি সভানকলায় ডায়াগনস্টিক সেন্টার ও ঔষধের দোকানে জরিমানা Post Views: ৫২ SHARES শেরপুর বিষয়: