শ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৩ পূর্বাহ্ণ, মে ১, ২০২৫ শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান নিরোধ টাস্কফোর্স ও সমন্বয় কমিটি এবং মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে সোমেশ্বরীতে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ। ওইসময় উপজেলার আইন-শৃঙ্খলা, চুরি, মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড তুলে ধরে বক্তব্য রাখেন লেফটেন্যান্ট মুনতাসির, সহকারি কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ, উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা জামায়াতের আমির আজহারুল ইসলাম মিস্টার, কর্ণঝোড়া বিওপির নায়েক সুবেদার মো. তরিকুল ইসলাম ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী আর নেইনকলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও ঔষধ প্রদানসন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ঝিনাইগাতীর দক্ষিণ কান্দুলীতে মানববন্ধন অনুষ্ঠিত Post Views: ৮৩ SHARES শেরপুর বিষয়: