সরিষাবাড়ীতে রেললাইনে পড়ে থাকা হাত-পা কাটা মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, মে ২১, ২০২৫ জামালপুরে সরিষাবাড়ীতে ট্রেনে কাটা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার (২১ মে) ভোরে উপজেলার তালুকদার বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তালুকদার বাড়ি মোড় এলাকায় রেললাইনের মাঝখানে হাত-পা কাটা অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান তারা। পরে বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আরও জানা গেছে, স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন। ট্রেন আসার আগে হয়তো তিনি রেললাইনে বসা ছিলেন তখনই এ দুর্ঘটনা ঘটে। জামালপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, সরিষাবাড়ী পৌরসভার তালুকদার বাড়ি মোড় এলাকায় একজন অজ্ঞাত ব্যক্তি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। Related posts:বর্ণাঢ্য আয়োজনে আরএমপি'র ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতজামালপুরে দুই কারাবন্দির মৃত্যুঝিনাইদহের সীমান্তে বিএসএফের গুলিতে ‘বাংলাদেশি’ নিহত Post Views: ৮১ SHARES জামালপুর বিষয়: