আজ চলছে মেট্রোরেল, বহন করা যাবে না যেসব জিনিস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জুন ৮, ২০২৫ পবিত্র ঈদুল আজহায় একদিন বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রোরেল। রোববার (০৮ জুন) সকাল সাড়ে ৮টা থেকে মেট্রোরেলে চড়ার সুযোগ পাচ্ছেন রাজধানীবাসী। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা কিংবা রান্না করা মাংস নিয়ে যাতায়াত করা যাবে না। এ জন্য প্রতিটি মেট্রোরেল স্টেশনের প্রবেশপথে যাত্রীদের যথাযথভাবে তল্লাশি করা হবে। কোনো যাত্রীর কাছ থেকে কাঁচা কিংবা রান্না করা মাংস পাওয়া গেলে, তাকে মেট্রোস্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ছাড়া সোমবার (০৯ জুন) থেকে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে বলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে। Related posts:সব ক্ষেত্রে রাজনীতিকে দোষ দিলে হবে না: শিক্ষামন্ত্রীহাওরের ৯০ ভাগ ফসল কাটা শেষ : কৃষি মন্ত্রীধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ, কৃষকদের পাশে থাকার অঙ্গীকার Post Views: ৫৭ SHARES জাতীয় বিষয়: