ইরানের ৬ বিমানবন্দরে হামলা, ১৫ উড়োজাহাজ-হেলিকপ্টার বিধ্বস্ত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫ ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলায় ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী। খবর আলজাজিরার। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত ও মানবচালিত আকাশযানের (ম্যানড-এন্ড-রিমোট সিস্টেম) মাধ্যমে এ হামলা চালানো হয়েছে। এতে ইরানের সামরিক ঘাঁটিগুলোর রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার এবং জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া ইরানি বাহিনীর ব্যবহৃত এফ-১৪, এফ-৫ ও এএইচ-১ মডেলের যুদ্ধবিমান এবং হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এই হামলার ফলে ইরানের বিমানঘাঁটিগুলো থেকে উড্ডয়ন সক্ষমতা মারাত্মকভাবে বিঘ্ন হয়েছে এবং দেশটির সামরিক আকাশ অভিযানে বড় ধরনের বাধা তৈরি হয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত এ হামলার ব্যাপারে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। Related posts:ভারতের নাগপুরে হিন্দু ও মুসলমানদের মধ্যে ব্যাপক সহিংসতা, কারফিউ জারিইউক্রেনের প্রায় তিন হাজার সেনা নিহত: জেলেনস্কি'ইউরোপ-আমেরিকার পর নতুন মৃত্যুপুরী হতে যাচ্ছে দক্ষিণ এশিয়া' Post Views: ৫৩ SHARES আন্তর্জাতিক বিষয়: