ইরানে হামলার প্রতিবাদে বায়তুল মোকাররমে প্রতিবাদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫ দখলদার রাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইরানে হামলার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামি চারটি সংগঠন। শুক্রবার (২০ জুন) বায়তুল মোকাররমের উত্তর গেটে জুমার নামাজ শেষে পৃথক পৃথক ব্যানারে তারা এ কর্মসূচি পালন করেন। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিন ও ইরানে বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা সংগঠনগুলো হলো- জাতীয় বিপ্লবী পরিষদ, ইসলামি ঐক্য আন্দোলন (ঢাকা মহানগর), খেলাফত মজলিস ও ইসলামি ঐক্য ও মুসলিম উম্মাহর পুনর্জাগরণ পরিষদ। বিক্ষোভ কর্মসূচিতে বক্তারা বলেন, মুসলিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের উচিত ইরানের পাশে দাঁড়ানো এবং আন্তর্জাতিক অঙ্গনে এ ঘটনার প্রতিবাদ জানানো। একইসঙ্গে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা। সমাবেশে ইরানের উপর হামলাকে ইসলামি ভ্রাতৃত্বের প্রতি চরম অমানবিক আচরণ হিসেবে আখ্যায়িত করে অনতিবিলম্বে তা বন্ধের দাবি জানানো হয়। Related posts:ঝিনাইগাতীতে দোকান পাট তালাবদ্ধ ॥ জনশূন্য রাস্তা-ঘাট, রোগী শূন্য স্বাস্থ্য কমপ্লেক্সকরোনা সংক্রমণ রোধে শেরপুরের লোকজনকে সতর্ক থাকার আহবান জানালেন পুলিশ সুপারসম্রাটের 'বুকে ব্যথা', নেওয়া হলো হৃদরোগ ইনস্টিটিউটে Post Views: ৫১ SHARES জাতীয় বিষয়: