ইসরায়েলজুড়ে ইরানের ৩৯টি নতুন মিসাইলের আঘাত, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুন ২০, ২০২৫ ইসরায়েলে এবার ১৭তম বারের মতো ৩৯টি নতুন মিসাইল ছুড়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র সারা দেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আল জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে যে ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, এই হামলায় প্রায় ৩৯টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েল কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে একগুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আকাশ প্রতিরক্ষা এসব হামলা ঠেকাতে সক্রিয় হয়েছে। এর আগে ইরানের তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস এবং সামরিক বাহিনীর এক কমান্ডারকে হত্যার দাবি করার পর ইসরায়েলে এ হামলা চালানো হয়েছে। Related posts:পাখির সঙ্গে সংঘর্ষে ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্তইয়েমেনের কারাগারে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৭০ইউক্রেনে হামলা করলে মস্কোকে বিচ্ছিন্ন করা হবে, হুঁশিয়ারি বাইডেনের Post Views: ৫২ SHARES আন্তর্জাতিক বিষয়: