ঈদের দীর্ঘ ছুটিতে অর্থনীতি স্থবির হবে না : অর্থ উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫ পবিত্র ঈদুল আজহায় টানা ১০ দিনের দীর্ঘ ছুটিতে দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বুধবার (০৪ জুন) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, ঈদের ছুটিতে অর্থনীতি স্থবির হওয়ার কোনো সুযোগ নেই। ব্যবসায়ীরা তাদের মতো করে ব্যবসা করবেন। বাংলাদেশ ব্যাংক বলেছে কোন কোন দিন কোন কোন স্থানে ব্যাংক খোলা থাকবে। গরুর হাটে কীভাবে থাকবে। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশেও এমন ছুটি দেখা যায়। উদাহরণস্বরূপ, বড়দিন উপলক্ষে অনেক দেশেই ২০ থেকে ২৫ দিনের ছুটি থাকে। নেপালে দুর্গাপূজার সময় প্রায় ৩০ দিনের ছুটি দেওয়া হয়। সে সময় তাদের দেশ কার্যত বন্ধই থাকে। তাহলে আমাদের দেশেও কিছু ছুটি হলে দেশ থেমে যাবে- এমনটা ভাবার কারণ নেই। তিনি আরও জানান, ইতোমধ্যেই বাজেট ঘোষণা করা হয়েছে। সেখানে সামগ্রিক কর্মপন্থা কী হবে, তা নির্ধারণ করা আছে। সেই অনুযায়ীই কাজ চলবে। অর্থ উপদেষ্টা বলেন, ঈদের পর বাজেটের ওপর কার কী মন্তব্য, সাজেশেন থাকবে সেটা নেবো। ১৯ জুন পর্যন্ত মতামত দিতে পারবে বাজেটের বিষয়ে। ২২ তারিখ কেবিনেট বৈঠকে বাজেট অনুমোদন হবে। তিন দিনে কি এটা করা সম্ভব হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগে থেকেই বলেছি মতামত প্রতিনিয়তই আসতে থাকবে। একদিনে তো আর সব মতামত আসবে না। ইতোমধ্যেই মতামত দেওয়া শুরু হয়েছে। প্রস্তাবিত বাজেটে দরিদ্র মানুষের জন্য তো কোনো সুখবর দেখছি না- সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে সালেহউদ্দিন আহমেদ বলেন, সুখবর আছে, আপনারা বাজেটের কোথায় কোথায় পরিবর্তন হয়েছে সেটা একটু দেখেন। Related posts:সারাদেশে করোনায় আরও ১৫৯ জনের মৃত্যুনির্বাচন কমিশন গঠনে ৬ সদস্যের সার্চ কমিটিসাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম আর নেই Post Views: ৭০ SHARES জাতীয় বিষয়: