গোবিন্দগঞ্জে ধর্ষণের অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৯ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৫ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে হাবিল মিয়া নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) রাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাবিল মিয়া উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে। জানা গেছে, হাবিল মিয়া গত শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় পাশের বাড়ির এক শিশুকে ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকেই এলাকার লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠে এবং খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে হাবিল গোপনে শনিবার রাত ১১টার দিকে বাড়িতে আসলে তাকে বিক্ষুব্ধরা গণপিটুনি দেন। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পর ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় হাবিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিবের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। Related posts:শেখ হাসিনা অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে স্বচেষ্ট: ধর্ম প্রতিমন্ত্রীময়মনসিংহের ফুলবাড়িয়ায় তরুণীর মরদেহ উদ্ধাররাজশাহী রেঞ্জ পুলিশ কাবাডি টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত Post Views: ৫১ SHARES সারা বাংলা বিষয়: