ঘাকপাড়া দাখিল মাদরাসার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১১ অপরাহ্ণ, জুন ৯, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ঘাকপাড়া দাখিল মাদরাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল ১০ টায় মাদরাসা মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার সুপার মাও: নাজিম উদ্দীন। প্রায় ১৮০ জন শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ নালিতাবাড়ী উপজেলা শাখার আমীর মাও: আফছার উদ্দিন, পৌর শাখার সেক্রেটারী মো: আবদুল মোমেন, সুপার মোঃ নাজিম উদ্দীন, দাতা সদস্য জালাল উদ্দিন, প্রতিষ্ঠাতা সদস্য হারুন অর রশিদ, শিক্ষক মো: জমির উদ্দিন, অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক ২০০০ ব্যাচের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব, সদস্য সচিব আবু নাছিম প্রমুখ। এছাড়াও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। সবশেষে আগামী বছরের জন্য ঘাকপাড়া দাখিল মাদরাসার অ্যালমনাই এসোসিয়েশন এর কমিটি ঘোষনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্তি ঘটে। অনুষ্ঠানটির সঞ্চালতার দায়িত্বে ছিলেন ২০১৪ ব্যাচের শিক্ষার্থী মো: হাবিবুর রহমান ও ২০০৮ ব্যাচের শিক্ষার্থী সোহেল রানা। Related posts:ঝিনাইগাতীতে ৭৫ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার সেমিপাকা ঘরসহ দুই শতক জমিআজ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবসকিছুদিন পর দেশে ঘর দেয়ার মতো গরীব খুঁজে পাওয়া যাবেনা: নকলায় মতিয়া চৌধুরী Post Views: ৯১ SHARES শেরপুর বিষয়: