চট্টগ্রামে করোনায় আরো দুজনের মৃত্যু, শনাক্ত ৪ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৫ চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- নোয়াখালীর কোম্পানীগঞ্জের সিরাজপুরের বাসিন্দা কাজী আব্দুল আউয়াল (৮০) ও চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গবাজার এলাকার বাসিন্দা রাবেয়া খাতুন (৯৫)। তারা নিউমোনিয়া পরবর্তী ফুসফুসের প্রদাহজনিত জটিলতায় ভুগছিলেন। দুজনই নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১ জন, শেভরন ল্যাবে ২ জন এবং এভারকেয়ার হাসপাতালে ১ জনের করোনা শনাক্ত হয়। গত ৪ জুন থেকে জেলায় এখন পর্যন্ত মোট ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে মোট মারা গেছেন ৬ জন। Related posts:সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারই সরকারের প্রধান চ্যালেঞ্জ : প্রধান উপদেষ্টাজনস্বাস্থ্য উন্নয়নে টেকসই স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা অপরিহার্য : রাষ্ট্রপতিনারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল Post Views: ৪৬ SHARES জাতীয় বিষয়: