ঝিনাইগাতীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়েছে। ২৬ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ জন বিশেষ চাহিদাসম্পন্ন শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ৩টি হুইল চেয়ার ও ২টি শ্রবণ যন্ত্র বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হাতে হুইল চেয়ার ও শ্রবণ যন্ত্র তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। বিতরণ কার্যক্রমে উপজেলা শিক্ষা অফিসার ফারহানা পারভীন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজসহ সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতীতে অজগর সাপ উদ্ধার ॥ অতঃপর বনে অবমুক্তঝিনাইগাতীতে পুলিশের ওপর হামলার ঘটনায় ২ মামলা, গ্রেফতার ১ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন Post Views: ১০৬ SHARES শেরপুর বিষয়: