ঝিনাইগাতীতে ১৫০ অসহায় পরিবারে কুরবানির মাংস বিতরণ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জুন ৮, ২০২৫ হারুন অর রশিদ দুদু : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ-এর মানবিক উদ্যোগে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ১৫০টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। ৮ জুন রবিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল-এর তত্ত্বাবধানে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ বছর ঈদুল আজহা উপলক্ষে উপজেলার হলদীগ্রাম, নয়া রাংটিয়া, ভারুয়া, পূর্ব গজারীকুড়া আশ্রয়ণ ও গুচ্ছগ্রামের ১২০টি পরিবার এবং অন্যান্য এলাকার ৩০টি পরিবার এই সহায়তা পায়। কুরবানির আনন্দে যেন কেউ পিছিয়ে না থাকে—এই উদ্দেশ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল জানান, “বিভাগীয় কমিশনার স্যারের নির্দেশনায় আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করেছি। এটি শুধুই একটি বিতরণ কার্যক্রম নয়, এটি একটি মানবিক প্রচেষ্টা—যাতে কেউ ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়।” স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “প্রশাসনের এমন সহযোগিতায় আমরা খুবই উপকৃত হয়েছি। ঈদের আনন্দ পূর্ণতা পেয়েছে।” Related posts:শ্রীবরদীতে অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভাশেরপুরে করোনা পরিস্থিতিতে হিজড়া জনগোষ্ঠিদের বাসা ভাড়া পরিশোধ করলেন জেলা প্রশাসকশেরপুরে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Post Views: ১০৯ SHARES শেরপুর বিষয়: