দুপুরের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫ দেশের আটটি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৬০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় এবং তা অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। Related posts:তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীরদেশে ২৪ ঘন্টায় করোনা প্রাণ কাড়ল আরও ৭ জনের, নতুন আক্রান্ত ৩১২জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা Post Views: ৫৩ SHARES জাতীয় বিষয়: