নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২৫ নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলায় পুকুরের পানিতে ডুবে মালহা নামের প্রায় ৩ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার টালকী ইউনিয়নের বাজিতবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মালহা ওই গ্রামের আব্দুল মালেকের ৩ মেয়ের মধ্যে সবার ছোট ছিলো। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাড়ীর সবাই কাজে ব্যস্ত থাকায় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। এমন সময় বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে পুকুরের পানিতে ভাসতে দেখে তারা ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে মালহার মরদেহ উদ্ধার করেন। স্থানীয়রা ধারনা করে জানান, পুকুর পাড়ের নিকটে পানিতে কাঁঠাল পড়ে ছিলো। হয়তোবা ওই কাঁঠাল তুলতে গিয়ে শিশুটি পানিতে তলিয়ে মৃত্যু বরন করে থাকতে পারে। টালকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর মহিউদ্দিন বুলবুল শিশু মৃতের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। জীবনের শুরুতেই কোন শিশুকে এভাবে চলেযেতে হবে তা কোনক্রমেই কারো কাম্য নয়। তাই শিশুরা তাদের জীবনের ঝুঁকি ও জীবন-মৃত্যু সম্পর্কে মোটামুটি বুঝার আগ পর্যন্ত তাদের প্রতি বাড়তি নজরদারী রাখার আহবান জানিয়েছেন স্থানীয় সুশীলজন। Related posts:রাজবাড়ীতে ইউনিয়ন আ.লীগ সভাপতিকে গুলি করে হত্যাঝিনাইগাতীতে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিতশেরপুরে কৃষক হত্যার ঘটনায় ৩ আসামি গ্রেফতার Post Views: ৭৯ SHARES শেরপুর বিষয়: