নকলায় বিবাহিত-অবিবাহিত প্রীতি ফুটবল ম্যাচে চ্যাম্পিয়ন অবিবাহিত দল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৫ আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নকলা উপজেলায় সামাজিক অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিবাহিত ও অবিবাহিত দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) বিকেলে উপজেলার ২নং নকলা ইউনিয়নের মোফাজ্জলিয়া দাখিল মাদরাসা মাঠে গণ অধিকার পরিষদের উদ্যোগে এবং এলাকাবাসীর সার্বিক তত্বাবধানে এ খেলা হয়। টানটান উত্তেজনায় বিবাহিতদের সঙ্গে লড়াই করে ২-০ গোলে বিজয় ছিনিয়ে আনে অবিবাহিতরা। প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন শেরপুর ২ (নকলা নালিতাবাড়ী) আসনের এমপি প্রার্থী কাজী হায়াত। নকলা উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব অধিকার পরিষদের সভাপতি শাহিনুর আলম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এজত মেম্বার, ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল রাজ্জাক, জামাত নেতা প্রভাষক মোঃ আজাহার আলী প্রমুখ। আয়োজকরা জানান, সমাজ থেকে কৌশলে মাদক ও জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনের লক্ষ্যে প্রায়শই এধরনের খেলার আয়োজন করেন তারা। এতেকরে সামান্য হলেও সমাজ থেকে আস্তে আস্তে অপরাধ নির্মূল হচ্ছে বলে তারা আশা ব্যক্ত করেন। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। Related posts:নালিতাবাড়ীতে দুস্থ আনসার ভিডিপির ৩শ সদস্যদের মাঝে ত্রান বিতরণআজ ৪ ডিসেম্বর ঝিনাইগাতী মুক্ত দিবসশ্রীবরদীতে অশ্লীল মেসেজ দিয়ে উত্তপ্ত করার অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড Post Views: ৭০ SHARES শেরপুর বিষয়: