নান্দাইলে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৫ ময়মনসিংহের নান্দাইলে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ ১৮ জুন বুধবার সকালে তাঁদের ময়মনসিংহ আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন হলেন উপজেলা ছাত্রলীগের প্রস্তাবিত সভাপতি মাহবুব আলম জয়। অন্যদের মধ্যে রয়েছেন যুবলীগ কর্মী নজরুল ইসলাম (৩৫), ছাত্রলীগ কর্মী পাভেল মিয়া, রিয়াদ সরকার (৩২), ইহসান উল হক জয় (২০) ও শাকিল আহম্মেদ (৩০)। আজ বুধবার নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে ওই সাতজন ও অজ্ঞাতনামা ৫০ জনকে আসামিকে করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, গতকাল রাতে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া ডিএস দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা যোগসাজশে সরকারবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা বিপন্ন করে রাষ্ট্রের ক্ষতিসাধন ও অস্থিতিশীল করার পরিকল্পনা করেন। নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনার সময় তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে। Related posts:মৌলভীবাজারের দুই উপজেলা দিয়ে ৭১ জনকে পুশইন করল বিএসএফমোবাইল চুরির অপবাদে কিশোরকে গাছে বেঁধে নির্যাতনজামালপুরে ২২০০টি ইয়াবাসহ মাদক কারবারি আটক Post Views: ৬৮ SHARES সারা বাংলা বিষয়: