নালিতাবাড়ীতে পানিতে ডুবে কন্যাশিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে ৬ বছর বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৪ জুন) বেলা পৌণে দুইটার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালুকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম মীম। সে ওই গ্রামের জয়নাল আবদীনের কন্যা। সূত্র জানায়, অন্য শিশুদের সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আফাজ উদ্দিনের পুকুরপাড়ে বেলা পৌণে দুইটার দিকে খেলতে যায় মীম। দুইটার দিকে জনৈক রহিমা খাতুন পুকুর পাড়ে গেলে মীমের মরদেহ পানিতে ভাসতে দেখেন। এসময় আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে মীমকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। Related posts:শেরপুরে ছাড়পত্র প্রত্যাহার করে ফের জেলা ট্রাক চালক-শ্রমিক ইউনিয়নে যোগ দিলেন ২৮ শ্রমিকনকলায় ট্রেড লাইসেন্সধারী দোকান মালিকগণ পেলেন ডাস্টবিননালিতাবাড়ীর প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন পাবেন হতদরিদ্ররা Post Views: ৭১ SHARES শেরপুর বিষয়: