নালিতাবাড়ীতে বন্যহাতির তান্ডবে ঘরবাড়ি তছনছ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের পানিহাটা ও তাড়ানী গ্রামে একদল বন্যহাতি তান্ডব চালিয়ে তিনটি পরিবারের বসতবাড়ি ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়েছে। শুক্রবার (২০ জুন) রাতব্যাপী তান্ডব চালিয়ে এসব পরিবারের ঘরে রাখা ধান, চাল ও গাছের কাঁঠাল এবং কলাগাছ খেয়ে সাবার করে হাতির দল। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো হলো- কালাকুমা গ্রামের হাবি মিয়া ও তার মেয়ে পুতুল। তাদের একটি করে বসত ঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে। এছাড়া তাড়ানী গ্রামের বাসিন্দা হোসেন আলীর একটি বসত ও একটি রান্না ঘরে তান্ডব চালিয়ে লন্ডভন্ড করে দিয়েছে। সেই সাথে বসতঘরে মজুদ করে রাখা ধান, চাল, গাছের কাঁঠাল ও বাড়ির আঙ্গিনায় রোপিত কলাগাছ খেয়ে সাবার করেছে বন্যহাতির দল। গ্রামবাসীরা জানান, দীর্ঘ দুই যুগ ধরে গারো পাহাড়ি এলাকায় শতাধিক বন্যহাতির কয়েকটি দলে বিভক্ত হয়ে পাহাড়ের ঢালে বসবাসরত মানুষের ঘরবাড়ি ও ফসলের মাঠে হানা দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে আসছে। প্রায় প্রতিদিনই উপজেলার কোন না কোন এলাকায় তান্ডব চালাচ্ছেই বন্যহাতির পাল। এলাকার মানুষ জানমাল রক্ষা করতে বন্যহাতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেও কোন ফল পাচ্ছেন না। তারা হাতির অত্যাচার বন্ধ করতে সরকারিভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার জোর দাবি জানান। এ বিষয়ে ময়মনসিংহ বনবিভাগের মধুটিলা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারকে বন বিভাগের নির্ধারিত ফরমে আবেদন করতে বলা হয়েছে। আবেদন প্রাপ্তী সাপেক্ষে তাদেরকে সরকারিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে। Related posts:শ্রীবরদীতে জনসচেতনামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিতনালিতাবাড়ীতে বোরো ধানচাল সংগ্রহ অভিযানের উদ্বোধনঝিনাইগাতীতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে নগদ অর্থ বিতরণ করলেন এমপি চাঁন Post Views: ৭২ SHARES শেরপুর বিষয়: