নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে শিশুর মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, জুন ১২, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: সমবয়সী অন্য শিশুদের সাথে লুকোচুরি খেলতে গিয়ে বিদ্যুতায়িত অটোরিকশায় স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে সালমান ফারসি নামে ৮ বছর বয়সী এক শিশু। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান ফারসি ওই গ্রামের ইলিয়াস হোসাইনের ছেলে এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে প্রতিবেশি চাচার বাড়িতে অপর কয়েকজন শিশুর সাথে লুকোচুরি খেলতে যায় সালমান। খেলার একপর্যায়ে লুকাতে গিয়ে ওই বাড়িতে চার্জে লাগানো অটোরিকশার লাইন স্পর্শ করে শিশু সালমান। এতে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। Related posts:শেরপুরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে বাড়িতে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতারনকলা প্রেসক্লাব কমিটির আলোচনা সভা, দোয়া ও ইফতারঝিনাইগাতীতে প্রশাখা’র আয়োজনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ Post Views: ৫৬ SHARES শেরপুর বিষয়: