নেত্রকোনা সীমান্তে ৩২ জনকে পুশইন বিএসএফের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুন ৪, ২০২৫ নেত্রকোনার দুর্গাপুর উপজেলা সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। বুধবার (০৪ জুন) সকালে উপজেলার বিজয়রামপুর সীমান্ত ও ভারতের মেঘালয়ের বাঘমারা দিয়ে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করে। ভারত থেকে আসা ৩২ জনের পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়েছে। এদের মধ্যে নড়াইল জেলার ১১, খুলনার ৫, বাগেরহাটের ৩, সাতক্ষীরার ৩, যশোরের ৩, ঢাকার কেরানিগঞ্জের ২ ও টাঙ্গাইলের ১, জামালপুরের ১, শেরপুরের ১, দিনাজপুরের ১ ও ব্রাক্ষলবাড়িয়ার একজন। বিজয়পুর ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নুরুল ইসলাম জানান, আইনগতভাবে এই ৩২ জনকে দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। Related posts:জামালপুরে করোনা আক্তান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন বিতরণময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী পালিতজামালপুরে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির মানববন্ধন Post Views: ৭৪ SHARES সারা বাংলা বিষয়: