পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুন ১৪, ২০২৫ পবিত্র হজ পালন শেষে শুক্রবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন মোট ১৬ হাজার ৪৬৯ জন বাংলাদেশি হাজি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ২ হাজার ৮৮ জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন। শনিবার হজ সংশ্লিষ্ট সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৪২টি ফিরতি হজ ফ্লাইটে এসব হাজি দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ফিরেছেন ৪ হাজার ৫৭৪ জন, সৌদি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ৫ হাজার ৮৯৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ফিরেছেন ৫ হাজার ৯৯৯ জন হাজি। এদিকে, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত সৌদি আরবে ২৭ বাংলাদেশি হাজি মৃত্যুবরণ করেছেন। এর মধ্যে ২৪ জন পুরুষ এবং ৩ জন নারী। মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৮ জন এবং আরাফায় একজন হাজি। Related posts:১৬ দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীযুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কমউন্নয়নের জন্য কর্মসংস্থান গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি Post Views: ৫৮ SHARES জাতীয় বিষয়: