ভালুকায় যৌথবাহিনীর অভিযানে মানব কঙ্কালসহ যুবক আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:১৮ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৫ ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে মানুষের কঙ্কালসহ মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ী এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় এ ঘটনা ঘটে। আটক মাসুদ শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের ইউসুফ আলীর ছেলে। ভালুকা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, তিনটি স্কুল ব্যাগভর্তি মানব কঙ্কালগুলো বিক্রির জন্য মাসুদসহ দুজন ঢাকা যাচ্ছিলেন। এ সময় চেকপোস্টে তাদের জিজ্ঞাসাবাদ ও ব্যাগগুলো তল্লাশি করতে চাইলে তারা দৌড়ে পালাতে চায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মেহরাবাড়ী বাজার থেকে মাসুদকে আটক করা হয় এবং অন্যজন পালিয়ে যায়। তার ব্যাগ তল্লাশি করে তিনটি মাথার খুলি ও বিভিন্ন অংশের মানব কঙ্কাল জব্দ করা হয়। সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার জানান, পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে এক যুবককে আটক করে মানব কঙ্কালসহ থানায় সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে কঙ্কাল সংগ্রহ করে ঢাকায় বিক্রি করত। মাসুদ একটি কঙ্কাল চোর চক্রের সক্রিয় সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ কঙ্কাল বিক্রির জন্য ঢাকা যাওয়ার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। Related posts:মুক্তাগাছায় যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণে ৬০ ভাগ সাশ্রয়!সরিষাবাড়ীতে জুয়ার আসরে সংঘর্ষে আহত ১০, আটক ২ ॥ নিখোঁজ ৩ময়মনসিংহের গৌরীপুরে ১৮০০ পিস ইয়াবাসহ জামাই-শ্বশুর আটক Post Views: ৫৫ SHARES সারা বাংলা বিষয়: