শেরপুরে অনূর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, জুন ২৫, ২০২৫ শেরপুরে বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ২৫ বছর পূর্তি উপলক্ষে অনুর্ধ্ব-১২ ক্রিকেট কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন বুধবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ ক্রিকেট কার্নিভালে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঁয়া, অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রাহাত-ই-রাব্বি, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ফরিদুর রহমান লুলু, সাংবাদিক রফিক মজিদ ও শওকত হোসেন। কর্নিভাল প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনূর্ধ্ব-১২ বছর বয়সের ৪০ জন শিশু পদ্মা, মেঘনা, যমুনা ও সুরমা নামে চারটি পৃথক দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় পদ্মা দল সুরমা দলকে হারিয়ে চূড়ান্ত পর্বে অর্থাৎ চ্যাম্পিয়ন অর্জন করেন। পরে বিজয় দল সহ প্রত্যেক খেলোয়াড়ের মাঝে শুভেচ্ছা উপহার এর ক্রেস্ট প্রদান করা হয়। এ সময়ে আম্পায়ার ও খেলোয়ারদের অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। Related posts:নকলায় ব্যুরো বাংলাদেশের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণশেরপুরে লকডাউন চলাকালীন সময়ে দোকানপাট চালুর বিষয়ে জেলা পুলিশের মতবিনিময় সভাএশিয়ার খুব কম রাষ্ট্রেই বই উৎসব হয়: নকলায় মতিয়া চৌধুরী Post Views: ৪২ SHARES শেরপুর বিষয়: