শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপন অভিযান উদ্বোধন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জুন ৩, ২০২৫ ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’-এমন শ্লোগানে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি স্কেটিং রাইড, বৃক্ষরোপন অভিযান সহ বিভিন্ন উদ্ধুদ্ধকরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এ উপলক্ষে ৩ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের রঘুনাথবাজার থানা মোড় থেকে ৪৫ কিলোমিটার রোলার স্কেটিং রাইড শুরু হয়ে নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর বাইপাস মহাসড়কের অরণি প্রগ্রেসিভ স্কুলে গিয়ে শেষ হয়। স্কেটিং রাইড উদ্বোধন করেন সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া ও জনউদ্যোগ কেন্দ্রিয় কমিটির সদস্য সচিব তারিক মিঠুল। প্রশিক্ষক সানোয়ার হোসেনে নেতৃত্বে স্কেটিং রাইডে অংশগ্রহণ করেন শেরপুর জেলা রোলার স্কেটিং ক্লাবের ক্ষুদে স্কেটাররা। পরে অরণি প্রগ্রেসিভ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে ‘গাছ লাগাই, পরিবেশ বাঁচাই, নিজে বাঁচি, প্রাণপ্রকৃতি, বন্যপ্রাণী রক্ষায় আসুন সবাই সচেতন হই’-শিরোনামে বৃক্ষরোপনের গুরুত্ব শীর্ষক উদ্দুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ নাজনীন সুলতানা’র সভাপতিত্বে এতে শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও সুধীবৃন্দ অংশগ্রহণ করেন। এতে বৃক্ষ ও পাখি পরিচিতি, এদের সুরক্ষা ও প্রয়োজনীয়তা এবং জলবায়ু পরিবর্তন ও চ্যালেঞ্জ মোকাবেলের বাস্তবতা সহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি, প্রকৃতি ও জীবন ক্লাব, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), আইইডি এবং জনউদ্যোগ কমিটির সদস্যরা। শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, উন্নয়ন সংগঠক তারিক মিঠুল, শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটির সাধারণ সম্পাদক ফকির শহীদুজ্জামান শহীদ, শেরপুর প্রকৃতি ও জীবন ক্লাবের উপদেষ্টা দেবদাস চন্দ বাবু, সাংবাদিক এম.এ হাকাম হীরা, আব্দুল মান্নান সোহেল, গারো নেত্রী কেয়া নকরেক প্রমুখ। উব্দুদ্ধকরণ সভা শেষে অরণি প্রগ্রেসিভ স্কুল প্রাঙ্গণ ও শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এবং প্রধান সড়কের পাশে শতাধিক ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপন করা হয়। তাছাড়া উপস্থিত দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ধরনের ফুল, ফল ও কাঠ গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশ কর্মীরা বলেন, প্লাস্টিক দূষণের ভায়াবহতা সম্পর্কে সকলকেই সচেতন হতে হবে। এখন থেকেই এ বিষয়ে নিজেদেরকে তৈরী করতে হবে, যাতে ব্যক্তিগত, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্লাস্টিকের ব্যবহার কমানো যায়। তাছাড়া বৃক্ষরোপনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তারা বলেন, অভিযানে রোপিত গাছগুলো যখন বড় হবে, প্রকৃতিতে নির্মলতা ফিরে আসবে। এতে অক্সিজেনের যোগান বাড়বে এবং প্রকৃতিতে যে বিরূপ প্রভাব তা অনেকটা দুরীভুত হবে। গাছের ফল থেকে মানুষের পাশপাশি পাখিরাও খাবার পাবে। পাখির খাদ্যের যোগান হওয়ার ফলে নতুন নতুন পরাগায়ন হবে এবং গাছের সংখ্যাও বাড়বে। এতে পরিবেশ ও প্রতিবেশ রক্ষা পাবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় আরো বেশী বেশী করে বৃক্ষরোপনের ওপর তাগিদ দিয়েছেন পরিবেশ কর্মীরা। কেবল বৃক্ষরোপন করলেই হবে না, রোপিত গাছের পরিচর্যা ও সংরক্ষণের বিষয়েও সচেষ্ট থাকতে হবে। যাতে টেকসইভাবে গাছগুলো বেড়ে ওঠতে পারে। জনউদ্যোগের এ কর্মসূচি বাস্তবায়নে সহভাগী হিসেবে অংশগ্রহণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইনস্টিটিউট ফর এনভায়রণমেন্ট অ্যান্ড ডেডভেলপমেন্ট (আইিিড), শেরপুর বার্ড কনজারভেশন সোসাইটি (এসবিসিএস), শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব (পিওজেসি), পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। Related posts:শেরপুরে আইনজীবী নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করলেন সাবেক এমপি শ্যামলীশেরপুরে বাজিতখিলা ইউনিয়নে সাবেক এমপি শ্যামলীর গণসংযোগ ও সেলাই মেশিন বিতরণশেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সবুজ হত্যা মামলার আসামি গ্রেফতার Post Views: ৮৬ SHARES শেরপুর বিষয়: