শেরপুরে পাটচাষি সমাবেশ অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২২ অপরাহ্ণ, জুন ২, ২০২৫ শেরপুরে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় পাটপণ্যের বহুমুখী ব্যবহার ও বৃদ্ধিতে চাষিদের উদ্বুদ্ধকরণে পাটচাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ২ জুন সোমবার সকালে জেলা পাট অফিসের উদ্যোগে জেলা প্রশাসনের সহায়তায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ওইসময় তিনি বলেন, পাট বাংলাদেশের সোনালী আঁশ নামে পরিচিত। এটি শুধু একটি কৃষি পণ্য নয়, পাট বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যর অংশ। পাটপণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি, উন্নত জাতের পাট ও পাটবীজ উৎপাদনে চাষীদের নিয়মিত সহযোগিতা প্রয়োজন। তাহলে ভবিষ্যতে পাটচাষে জেলায় নতুন গতি আসবে এবং পাট চাষে আগ্রহ বাড়বে। এছাড়া পাটচাষে আধুনিকায়ন ও কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা খামারবাড়ির উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল চৌধুরী, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক মামুনুর রহমান প্রমুখ। শেরপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী ও জামালপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সমাবেশে জেলা প্রশাসন ও জেলা পাট অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সমাবেশে জেলার ১০০ পাটচাষি অংশগ্রহণ করেন। Related posts:শেরপুরে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিতশেরপুরের প্রয়াত শ্রমিক নেতা সেলিম রেজা’র ১৪তম মৃত্যুবার্ষিকী আজনালিতাবাড়ীতে ৪৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩ Post Views: ৬১ SHARES শেরপুর বিষয়: