শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৫ শেরপুরে মাদক সেবনের দায়ে দুই মাদকসেবীকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে একশত টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এক গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৩০ জুন সোমবার দুপুর ২টায় শেরপুর পৌরসভার সজবরখিলা হরিজন পল্লীতে মাদকসেবী নিরমলের বসতবাড়ির পিছনে অভিযান চালিয়ে ওই দণ্ডাদেশ দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। দণ্ডপ্রাপ্তরা হলেন, শেরপুর পৌরসভার সজবরখিলা মহল্লার মৃত নন্দ বাশকর এর ছেলে নিরমল (৩৮) ও শেরপুর সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের পাকুড়িয়া পূর্বপাড়া গ্রামের মোঃ সুরুজ আলীর ছেলে মোঃ রুবেল (৩০)। মাদকদ্রব্য হেরোইন সেবন এর অভিযোগে তাদের ওই সাজা দেওয়া হয়েছে বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে। অভিযানকালে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এব্যাপারে শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। Related posts:প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী পাবেন শেরপুরের ২ লাখ ২৯ হাজার কর্মহীন মানুষশেরপুরে ছাত্র হত্যা মামলায় গাড়িচালক হারুন ও ছাত্রলীগ নেতা আশিক গ্রেফতারশ্রীবরদীতে অটো রিক্সা ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক Post Views: ৬০ SHARES শেরপুর বিষয়: