শেরপুর-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীর শোডাউন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:২৫ পূর্বাহ্ণ, জুন ২২, ২০২৫ নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে দলীয় প্রার্থী ঘোষণা করে শোডাউন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) দুপুরে নালিতাবাড়ী উপজেলার আড়াইআনি বাজারস্থ দলের প্রধান কার্যালয় থেকে মোটরসাইকেল বহর নিয়ে বিশাল এক র্যালি নালিতাবাড়ী হয়ে নকলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ শেষে নকলা পৌর শহরে গিয়ে সমাপ্ত হয়। র্যালিটির নেতৃত্ব দেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে দলের মনোনীত প্রার্থী, নালিতাবাড়ী উপজেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ আল কায়েস। ওইসময় তার সফর সঙ্গী হিসেবে উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা আবু বকর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক, মাহফুজ আহমদ,সাংগঠনিক সম্পাদক ডা. আনছারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। পরবর্তীতে শোডাউনে নকলা ও শেরপুর জেলা নেতৃবৃন্দ এবং দলীয় কর্মীরা যোগদান করেন। Related posts:শেরপুরে ৫-১১ বছর বয়সী শিশুদের করোনার টিকা প্রদান কর্মসূচির উদ্বোধনঝিনাইগাতীর এফ রহমান উচ্চ বিদ্যালয়ের ৫শ শিক্ষার্থী পেল খাদ্য সামগ্রীশেখ হাসিনাকে হত্যার হুমকি: নকলায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল Post Views: ১০৬ SHARES শেরপুর বিষয়: