হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জুন ৯, ২০২৫ চার দিন ধরে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। গত শুক্রবার (ঈদের আগের দিন) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। জানা গেছে, বেশ কিছুদিন ধরে ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে ভুগছিলেন জাহিদ হাসান। অভিনেতার অসুস্থতার খবর জানিয়েছেন তার স্ত্রী মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। জানান, হঠাৎই ঠাণ্ডা লেগে জ্বর আসে, এরপর শারীরিকভাবে একটু অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে ঈদের আগের দিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে জাহিদ হাসানের শরীর এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন মৌ। আরও জানিয়েছেন, এখন অভিনেতা সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। চিকিৎসক জানিয়েছেন, একটু সুস্থ হলেই বাসায় নিয়ে যাওয়া যাবে তাকে। এদিকে এই ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জাহিদ হাসান অভিনীত সিনেমা ‘উৎসব’। তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পের এই ছবিটিতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, অপি করিম, চঞ্চল চৌধুরী, জয়া আহসান প্রমুখ। Related posts:সালমান খানের প্রতিদিনের আয় সাড়ে ২০ কোটি!অন্যরকম পথচলার শুরু: মুনজেরিন শহীদফ্লোরাল বেগুনিতে নজর কাড়লেন ঐশ্বর্য Post Views: ১১৯ SHARES বিনোদন বিষয়: