১০ দিনের দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকা ফিরছে মানুষ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুন ১৩, ২০২৫ ঈদুল আজহার দীর্ঘ ১০ দিনের ছুটি প্রায় শেষ। রোববার (১৫ জুন) থেকে পুরোদমে খুলে যাবে অফিস আদালত। এ জন্য ঢাকা ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদে ছুটি না পাওয়ায় অনেকে এখন ঢাকা ছাড়ছেন। শুক্রবার (১৩ জুন) বাস টার্মিনালগুলোতে ঢাকা আসা-যাওয়ার বাসে যাত্রীদের সংখ্যা প্রায় সমান। বেশির ভাগ বাসেই যাত্রী অর্ধেকের মতো। কাউন্টার মাস্টাররা বলছেন, অনেকে এখনও ঢাকার বাইরে যাচ্ছেন, আবার ফিরেও আসছেন। গাবতলী বাস টার্মিনালের চিত্র বলছে, এখনো প্রচুর পরিমাণে লোকজন ঢাকার বাইরে যাচ্ছে। ভোরের দিকের বাসগুলোতে যাত্রীসংখ্যা একটু বেশি ছিল। এরপর সকাল দশটার পর থেকে যাত্রীর চাপ কমে যায়। প্রসঙ্গত, ঈদ উপলক্ষে সরকারি ছুটি আগামীকাল ১৪ জুন পর্যন্ত হওয়ায় এখন পর্যন্ত রাজধানীমুখী যাত্রা রয়েছে স্বস্তিকর ও শৃঙ্খলাপূর্ণ। মানুষজন আরও দুই তিন দিন আগে থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন। আগামী ১৫ জুন থেকে আনুষ্ঠানিকভাবে কর্মদিবস শুরু হবে। Related posts:পোশাক খাতে অস্থিরতায় দেশি-বিদেশি চক্র জড়িত: শ্রম সচিবএভারেস্ট জয়ী বাংলাদেশি কে এই বাবর আলীএনআইডি নিবন্ধন আইন-২০২৩ বাতিল Post Views: ৫৯ SHARES জাতীয় বিষয়: