৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, জুন ২৬, ২০২৫ ২০২৪ সালে গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার। এছাড়া ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করা হয়েছে। বুধবার (২৫ জুন) দুটি দিবস ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছে। দিবস দুটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছে। প্রতি বছর যথাযথভাবে এই দুটি দিবস প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে। Related posts:তরুণদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীররাস্তায় নেমে গাড়ি ভাঙা কাজ নয়, শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যান : প্রধানমন্ত্রীজঙ্গিগোষ্ঠীর ঘুমন্ত সেল এখনো রয়ে গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Post Views: ৫০ SHARES জাতীয় বিষয়: