আইজিপির সঙ্গে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫ ইউনেস্কোর সেকশন ফর ফ্রিডম অব এক্সপ্রেশন, ডিভিশন অব ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড মিডিয়া ডেভেলপমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টর-এর সিনিয়র প্রজেক্ট অফিসার মেহেদী বেনচেলাহ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে তিনি পুলিশ সদর দপ্তরে আইজিপির সঙ্গে সাক্ষাৎ করেন। পুলিশ সদর দপ্তর এক বার্তায় এ তথ্য জানিয়েছে। পুলিশ সদর দপ্তর জানায়, সাক্ষাৎকালে ইউনেস্কো প্রতিনিধি বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। আইজিপি ইউনেস্কো প্রতিনিধিকে ধন্যবাদ জানান এবং বলেন, ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশ পুলিশের সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ পুলিশ ও ইউনেস্কোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Related posts:আওয়ামী লীগ ঐতিহ্যবাহী দল, তাদের সংগঠন করার অধিকার আছে: আইন উপদেষ্টাএবার ২৬ জেলায় নতুন পুলিশ সুপারধর্ষণ বা ধর্ষণচেষ্টা সংক্রান্ত নতুন আইন সংসদে পাস Post Views: ৪১ SHARES জাতীয় বিষয়: