ইরাকে বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ৫০ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২৫ ইরাকের একটি বিপণিবিতানে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএএফপি। এখন পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে সরকারি কোনো ঘোষণা আসেনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু পোস্টে দাবি করা হয়েছে, ইরাকের আল-কুত এলাকার একটি সুপারমার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলের ভাইরাল হওয়া ভিডিওচিত্রে দেখা গেছে, একটি ভবনের বড় একটি অংশ ভয়াবহভাবে জ্বলছে এবং ঘন কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠছে। স্থানীয় কর্তৃপক্ষ ও দমকল বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বিবৃতি পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এই ঘটনাটি ইরাকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডগুলোর একটি বলে আশঙ্কা করা হচ্ছে। Related posts:কাজাখস্তানে বিমান দুর্ঘটনায় ৪২ জন নিহত, ২৫ জনকে জীবিত উদ্ধারকানাডায় মুসলিম পরিবারের ৪ জনকে গাড়িচাপা দিয়ে হত্যাপি কে হালদার ২৫ দিনের জেল হেফাজতে, করা হবে স্বাস্থ্য পরীক্ষা Post Views: ৪৯ SHARES আন্তর্জাতিক বিষয়: