ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে ৬৯০ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২৫ জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৬৯০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেটসহ হারুনুর রশীদ বাবু (২৩) নামে এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ইসলামপুর পৌর শহরের বিজয় চত্বর মোড়ে চেকপোস্ট পরিচালনা করে তাকে আটক করে দেওয়ানগঞ্জ সেনা ক্যাম্পের সেনা সদস্য ও ইসলামপুর থানার পুলিশের সমন্বিত বাহিনী। আটক বাবু শেখ ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার সোনাইল্লে দর্জির ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, যৌথ বাহিনীর সদস্যরা বিজয় চত্বরে মোটরসাইকেলের কাগজপত্র যাচাই-বাছাই করছিল। এ সময় বাবু একটি মোটরসাইকেলে করে ইসলামপুর থেকে পাশ্ববর্তী দুরমুঠ বাজারের দিকে যাচ্ছিলেন। তাকে থামার সংকেত দিলে সে পালানোর চেষ্টা করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে একপর্যায়ে রাস্তায় পড়ে গেলে যৌথ বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি করে ৬৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন , দেওয়ানগঞ্জ সেনা ক্যাম্পের সেনা সদস্য ও ইসলামপুর থানার পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ বাবুকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। Related posts:নালিতাবাড়ীতে ইসলামগ্রহণ করলেন মা ও দুই ছেলেশেরপুরে জমশেদ আলী মেমোরিয়াল কলেজ অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন-সড়ক অবরোধনালিতাবাড়ীতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু Post Views: ২৭ SHARES শেরপুর বিষয়: