এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা, যেভাবে জানবেন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৪৭ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশ করা হবে। আজ মঙ্গলবার (৮ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশের নিয়মে এবারও কোনো পরিবর্তন আনা হয়নি। শিক্ষার্থীরা আগের মতো অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। ফলাফল জানার উপায়: ১. অনলাইনে: শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সন, বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফলাফল জানতে পারবে। ২. এসএমএসের মাধ্যমে: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে— SSC<স্পেস>বোর্ডের প্রথম তিন অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>সাল উদাহরণ: SSC DHA 123456 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ৩. প্রি-রেজিস্ট্রেশন (মাদরাসা বোর্ডের জন্য): ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মোবাইলে ফল পেতে চাইলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে— Dakhil MAD রোল নম্বর সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। উদাহরণ: Dakhil MAD 123456 2025 ৪. কারিগরি বোর্ডের ফল: মেসেজে লিখতে হবে— SSC TEC রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে। ৫. প্রতিষ্ঠানভিত্তিক ফল: প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল ডাউনলোড করা যাবে। ফল প্রকাশ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। Related posts:ভোক্তা অধিকার আইনকে আরও শক্তিশালী করা হচ্ছে : আসিফ মাহমুদপেঁয়াজের দাম শিগগিরই সহনীয় পর্যায়ে আসবে: কৃষিমন্ত্রীবাংলাদেশের স্বার্থ বিক্রি করব এটা হতে পারে না: শেখ হাসিনা Post Views: ৪৬ SHARES জাতীয় বিষয়: