ওয়েবসাইট থেকে ‘নৌকা’ প্রতীক সরাল নির্বাচন কমিশন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১৬ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৫ নিবন্ধন স্থগিত হওয়ার আওয়ামী লীগের নৌকা প্রতীক বাতিল করার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত ১৩ জুলাই আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে দলটির যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা, নৌকা প্রতীক বাতিল করে শাপলা প্রতীক তালিকায় যুক্ত করার দাবি জানান। পরে এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাছউদ আজকের পত্রিকাকে বলেন, নিবন্ধন স্থগিত থাকা সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ‘নৌকা’ আপাতত নির্বাচন কমিশনের (ইসি) তফসিলভুক্ত তালিকায় থাকবে। ‘শাপলা’ প্রতীক যুক্ত হওয়ার বিষয়ে এখন পর্যন্ত নতুন কোনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। তবে আজ বুধবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে নিবন্ধিত দলগুলোর তালিকায় গিয়ে দেখা যায়, সেখানে আওয়ামী লীগের নাম থাকলেও ব্র্যাকেটে ‘স্থগিত’ শব্দটি লেখা রয়েছে। আর প্রতীকের ঘরে কোনো ছবি নেই। Related posts:বিএনপি-জামায়াত নাশকতা করে আন্দোলনকে এগিয়ে নিতে চায়: কাদেরবেপরোয়া আচরণ রাজনীতিতেও দুর্ঘটনার কারণ হতে পারেরংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডালিয়া Post Views: ৬১ SHARES রাজনীতি বিষয়: